খাগড়াছড়ি: খাগড়াছড়িতে উচ্চ আওয়াজে মাইক বাজানো বন্ধের দাবি জানিয়ছেন স্থানীয় এক বাসিন্দা। ইতোমধ্যে এই বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে আবেদন করেছেন মো. আসাদ উল্লাহ নামে এক ব্যক্তি।
লিখিত আবেদনে বলা হয়, খাগড়াছড়ি জেলা শহরে প্রতিনিয়ত উচ্চ শব্দে মাইক বাজানো হচ্ছে। শব্দ দূষণের কারণে স্বাভাবিক জনজীবন ব্যাঘাত ঘটছে। শিশুদের পড়ালেখা, অসুস্থ রোগীদের মানসিক চাপ, বয়স্কদের হৃদক্রিয়াজনিত সমস্যা হচ্ছে। পর্যটন নগরী হিসেবে পর্যটকদের মধ্যে মিশ্র-প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আবেদনকারী মো. আসাদ উল্লাহ বলেন, ছোট এই শহরে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সব অনুষ্ঠানে মাইক লাগানোর প্রতিযোগিতা চলে। এতে পুরো শহরে শব্দ দূষণ হয়। একে অপরের সঙ্গে স্বাভাবিক কথাও বলা যায় না।
তিনি বলেন, অনুষ্ঠানে মাইক লাগানোর শর্ত প্রয়োগ করা জরুরি।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এডি/এএটি