ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

লুডু খেলার টাকা নিয়ে সংঘর্ষ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
লুডু খেলার টাকা নিয়ে সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জ: লুডু খেলা নিয়ে দুই যুবকের ঝগড়া গড়িয়েছে দুপক্ষে সংঘর্ষে। হবিগঞ্জের বানিয়াচংয়ের এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে অন্তত ২০ জন আহত হন। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ বাংলানিউজকে বলেন, নিশ্চিন্তপুর গ্রামের দুই যুবক মোবাইল ফোনে লুডু খেলেন। এক পর্যায়ে ১০০ টাকা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে দুজনের পক্ষ নিয়ে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।