ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
নওগাঁয় অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত আটক

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে দেশীয় তৈরি তিনটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ সানোয়ার হোসেন নামে এক শীর্ষ ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব।

এর আগে সোমবার (১৩ মার্চ) রাতে উপজেলার দিলালপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, গ্রেফতার সানোয়ার হোসেন ও তার সহযোগী ফরিদ উদ্দিনসহ ৬-৭ জনের একটি গ্রুপ নওগাঁ জেলায় বিভিন্ন জায়গায় ডাকাতি করতেন। এমন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার দিলালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

পরে তার দেওয়া দেখানো স্থান থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। তার বিরুদ্ধে পাঁচটি ডাকাতি মামলাসহ মোট ১১টি মামলা থাকলেও সিডিএমএস পর্যালোচনা করে তার নামে বিভিন্ন থানায় সাতটি মামলার তথ্য পাওয়া যায়।

ধামইরহাট থানায় আটক সানোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইন-১৮৭৮ অনুসারে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।