ঢাকা: জনগণের শত্রু বাজার সিন্ডিকেট ধ্বংস ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় যুব জোট।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপণ্যের বাজারের নিয়ন্ত্রণহীন পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনে কষ্ট বাড়ছে। বাজার সিন্ডিকেট দমনে সরকারের ধারাবাহিক ব্যর্থতা ও অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম ওঠা-নামা সত্ত্বেও সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করলে বাজার সিন্ডিকেট দমন করে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং নিত্যপণ্যের দাম যৌক্তিক রাখা সম্ভব।
নেতারা বাজার সিন্ডিকেটের হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, রমজান আসলেই বাজার সিন্ডিকেটের হোতারা সক্রিয় হয় এবং সাধারণ জনগণের পকেট কাটে। সরকার বারবার এদের দমন করতে ব্যর্থ হচ্ছে। এ দায় সরকারের বাণিজ্যমন্ত্রীর ওপর বার্তায়। এ ব্যর্থ বাণিজ্যমন্ত্রী দিয়ে শেখ হাসিনার সরকার চলবে না।
নেতারা আরও বলেন, জনগণের রুদ্ররোষ থেকে সিন্ডিকেটের এ লুটপাটকারীরা রক্ষা পাবেন না। তারা এক সময় গণধোলাইয়ের শিকার হবেন।
এ সময় নেতারা কোনো অজুহাত না দেখিয়ে যে কোনো মূল্যে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।
জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমনের সঞ্চালনায় এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা বক্তব্য দেন।
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাতীয় যুব জোটের সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, আসিফুর রহমান বাবু, আমিনুল আজিম বনী, হারুনুর রশীদ সুমন, শুভংকর দে বাপ্পা, সদস্য জয়নাল আবেদীন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
আরকেআর/এসআইএ