ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৫ লাখ ফাইস্যা পোনাসহ আটক ৪

উপজেলা করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
৫ লাখ ফাইস্যা পোনাসহ আটক ৪

বরগুনা: বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান চালিয়ে একটি ট্রাক ভর্তি পাঁচ লাখ ফাইস্যা পোনাসহ চার জনকে আটক করেছে।  

মঙ্গলবার (১৪ মার্চ) ভোররাতের দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচুটকী ফেরিঘাট এলাকা থেকে আটক করা হয়।

কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশন কমান্ডার লে. সাফায়েত আবরার জানান, পাথরঘাটার কাকচিড়া বাইনচুটকি এলাকা থেকে ট্রাক ভর্তি ফাইস্যা পোনা নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে ৫ লাখ ফাইস্যা পোনা জব্দ করা হয়।  

এ সময় ওই ট্রাকে থাকা চালক, হেলপারসহ ৪ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত পোনাগুলো বিষখালী নদীতে অবমুক্ত করা হয়েছে এবং ট্রাক ও আটক ৪ জনের মুসলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।