ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে ১০ মামলার আসামি মাদকসহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
বোয়ালমারীতে ১০ মামলার আসামি মাদকসহ গ্রেফতার কবির শেখ

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে অভিযান চালিয়ে ১০ মামলার আসামি কবির শেখকে (৪২) ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৪ মার্চ) ভোরে উপজেলার দক্ষিণ কামারগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কবির শেখ বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার নামে বোয়ালমারী থানায় ১০টি মাদক মামলা রয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গাঁজাসহ কবির শেখকে গ্রেফতার করা হয়েছে। তার নামে এসআই আব্দুর রহমান বাদী হয়ে মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর ৬। কবিরের নামে বোয়ালমারী থানায় আরও ১০টি মামলা রয়েছে। আসামিকে মঙ্গলবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।