ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রীর ফেলে যাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন রিকশাচালক! 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
যাত্রীর ফেলে যাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন রিকশাচালক! 

ফেনী: ফেনীতে যাত্রীর ফেলে যাওয়া এক লাখ ৮০ হাজার টাকা ফিরিয়ে দিয়ে সততা ও মহত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাশেদ নামের এক রিকশাচালক।  

সোমবার (১৩ মার্চ ) রাতে ফেনীর রেজিস্ট্রি অফিসে গিয়ে প্রকৃত মালিক মো. ইউসুফকে ওই টাকা বুঝিয়ে দেন রিকশাচালক রাশেদ।

ইউসুফ জানান, বোনের মেয়ের জামাতার বিদেশ যাত্রার জন্য এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে রিকশায় করে ফেনী শহরের একটি ব্যাংকে জমা দিতে যান। টাকার ব্যাগটি ভুলে রিকশায় রেখে ব্যাংকে ঢুকে পড়েন। সেখানে দেখেন তার হাতে টাকার ব্যাগটি নেই। দ্রুত নিচে নেমে দেখেন রিকশাচালকও নেই। টাকা হারিয়ে তিনি হতবিহ্বল হয়ে পড়েন।

রিকশাচালক রাশেদ জানান, বাসায় যাওয়ার পথে রিকশায় একটা শপিংব্যাগ দেখতে পেয়ে খুলে দেখেন অনেকগুলো টাকা। টাকাসহ ব্যাগটি তার বাসায় নিয়ে হেফাজতে রাখেন। একপর্যায়ে টাকার মালিককে খুঁজতে বের হয়ে পেয়েও যান। পরে টাকাগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দেন তিনি।

রাশেদ আরও জানান, টাকাগুলো মালিকের হাতে তুলে দিতে পেরে তিনি খুবই আনন্দিত। টাকার মালিকও হারানো টাকা ফিরে পেয়ে দারুণ খুশি।

রাশেদ লক্ষ্মীপুর সদর থানার চরমার্টিন এলাকার আবুল কাশেমের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।