ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে দশ প্রতিষ্ঠানকে সাড়ে ২৬ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
রাজধানীতে দশ প্রতিষ্ঠানকে সাড়ে ২৬ লাখ টাকা জরিমানা

ঢাকা: অনুমোদনহীন বৈদ্যুতিক তার ও ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন এবং নকল কেমিক্যাল, লুব্রিকেন্টস মজুদ ও বিক্রির দায়ে ১০ প্রতিষ্ঠানকে ২৬ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ মার্চ) দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, লালবাগ, বংশাল, ওয়ারী ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-১০ এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সম্পন্ন করা হয়। অভিযানে বিএসটিআইর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

মঙ্গলবার (১৪ মার্চ) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম বলেন, এসব এলাকায় অনুমোদনহীন বৈদ্যুতিক তার ও ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন এবং নকল কেমিক্যাল, লুব্রিকেন্টস মজুদ ও বিক্রি করার অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৬ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।  

তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের মধ্যে যাত্রাবাড়ীর রাজু ক্যাবলসকে দুই লাখ ৫০ হাজার টাকা, ইমরান ইলেকট্রনিক্সকে চার লাখ টাকা, বাংলাদেশ ট্রাস্ট ক্যাবলসকে দুই লাখ টাকা, ফতুল্লার এক্সপ্রেস লুব্রিকেন্টসকে ছয় লাখ টাকা, কামরাঙ্গীরচরের সিটি প্লাইউড ইন্ডাস্ট্রিজকে তিন লাখ টাকা, ইমরান কেমিক্যালকে এক লাখ ১০ হাজার টাকা, বিআরডি ক্যাবলসকে দুই লাখ টাকা, বংশালের মুসা ক্যাবলসকে দুই লাখ টাকা, ওয়ারীর সিলভি ক্যাবলসকে দুই লাখ টাকা ও ওমর ক্যাবল কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন ধরেই এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন বৈদ্যুতিক তার এবং নকল কেমিক্যাল, লুব্রিকেন্টস ও ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।