ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সুইচ গিয়ারের আঘাতে শিক্ষার্থীসহ আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
রাজধানীতে সুইচ গিয়ারের আঘাতে শিক্ষার্থীসহ আহত ২

ঢাকা: রাজধানীর জুরাইনের মুরাদপুর এলাকায় সুইচ গিয়ারের আঘাতে শিক্ষার্থীসহ দুইজন আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহতরা হলেন কলেজ ছাত্র সিয়াম সরকার (১৮) ও তার বন্ধু ইব্রাহিম (১৯)।

মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জুরাইন মুরাদপুর হাই স্কুল রোড এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে আহতদের অপর বন্ধু মো. ইমন জানান, মুরাদপুর শিশু কবরস্থানের সামনে অবস্থানরত অবস্থায় এলাকার মাদকাসক্ত আব্দুর রহমান নামে এক যুবক তাদের দুজনের কাছ থেকে মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা বাধা দিলে সুইস গিয়ার দিয়ে আব্দুর রহমান, সিয়াম ও ইব্রাহিমকে আঘাত করে। পরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত সিয়াম স্থানীয় একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ইব্রাহিম কিছুই করেন না।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, একটি মারামারির ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

এর আগে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, কদমতলী এলাকায় দুইজন ছুরিকাঘাতে আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি থানাকে অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।