ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অভয়নগরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
অভয়নগরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

যশোর: যশোরের অভয়নগরে রাব্বি শেখ (২৬) নামে ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মধ্যপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাব্বি শেখ মধ্যপুর  গ্রামের আজাদ শেখের ছেলে।

এর আগে, গত ৭ মার্চ বিকেলে রাব্বি শেখ তার প্রতিবেশী স্বামী পরিত্যক্তা এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরদিন ৮ মার্চ ধর্ষিতা ওই নারী রাব্বি শেখের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ৬।

মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেচুর রহমান বলেন, ধর্ষণের ঘটনার পর রাব্বি শেখ পালিয়ে যায়।

এ বিষয়ে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি শেখ ধর্ষণ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫৮, ১৪ মার্চ, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।