ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলামোটরে আইনজীবীর গাড়িতে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
বাংলামোটরে আইনজীবীর গাড়িতে আগুন

ঢাকা: রাজধানীর বাংলামোটরে একটি প্রাইভেট কারে হঠাৎই আগুন ধরে যায়। তবে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই সেই আগুন নিভিয়ে ফেলেন আশপাশের লোকজন।

বুধবার (১৫ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে বাংলামোটার মোড়ে এই ঘটনা ঘটনা ঘটে। খবর পেয়ে সুন্দরবন হোটেলের সামনে অবস্থানরত ফায়ার সার্ভিসের টহল গাড়ি দ্রুত ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিসের লিডার আরিফ হোসেন জানান, ঘটনাস্থলে যাওয়ার আগেই আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে প্রাইভেট কারে ব্যাটারি থেকে আগুন লেগে ইঞ্জিনের কিছু অংশ পুড়ে গেছে। পরে পুলিশের রেকার দিয়ে গাড়িটি সরানো হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি একজন আইনজীবীর বলে আমরা জানতে পেরেছি। ঘটনার সময় তার পরিবারের লোকজন ওই গাড়িতে ছিল।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।