ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে’

ঢাকা: বৈষম্য দূরীকরণে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপিএসের ঢাকা পশ্চিম কেন্দ্রের আয়োজনে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুনেছা বেগম।

আলোচনায় অংশ নেন সরকারি উদয়ন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক শেখ বজলুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম প্রমুখ

সভায় আলোচকরা নারীর প্রতি বৈষম্য দূর করাসহ, স্কুল কলেজ, পরিবার ও রাস্তা-ঘাটে নারীর জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানান। সেইসঙ্গে সম্পত্তিতে নারীর সম অধিকার নিশ্চিত করার দাবি জানান।

এতে পরিবারে কন্যা শিশুর প্রতি বৈষম্য দূরীকরণে বাবা-মা’র ভূমিকা নিয়েও আলোচনা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত র‍্যালিতে নারী প্রগতি সংঘ, নারী দল ও ইয়ুথ দলের সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
টিএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।