ঢাকা: রাজধানীর শ্যামপুরে একটি ডাইং কারখানায় কর্তব্যরত অবস্থায় কামাল হোসেন (৪) নামে এক শ্রমিক মারা গেছেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে শ্যামপুর এলাকায় জেদ্দা ডাইং কারখানায় আহত হন কামাল।
মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মীদের দাবি, পা পিছলে পড়ে রোলারের আঘাতে মৃত্যু হয়েছে কামালের।
মৃতের সহকর্মী মো. শাহিন জানান, সকালে কামাল চারতলা ভবনের নিচ তলায় মাথায় কাপড়ের বান্ডেল নিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে গিয়ে মাথায় রোলারের আঘাত পেয়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত কামালের স্ত্রী শাহানা বেগম জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাসদাইল কবরস্থান এলাকায়। তার বাবার নাম মৃত শাহজাহান মিয়া। বর্তমানে শ্যামপুর লালমসজিদ এলাকায় ভাড়া থাকেন তারা। তাদের এক ছেলে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, শ্যামপুরের এক কারখানা শ্রমিক আহত অবস্থায় ঢামেকে আনলে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে কদমতলি থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ শেখর বলেন, কদমতলি থানা এলাকায় একটি ডাইং কারখানায় দুর্ঘটনায় এক শ্রমিক মারা গেছেন বলে জানতে পেরেছি।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এজেডএস/এসএএইচ