ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আজিমপুরে ৫ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
আজিমপুরে ৫ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর আজিমপুরে একটি নির্মাণাধীন বাড়ির পঞ্চম তলা থেকে পড়ে বিপ্লব (২৭) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে আজিমপুর উত্তর কলোনিতে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিপ্লব পড়ে যান।

পরে তার সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিকেল সোয়া তিনটার দিকে বিপ্লব মারা যান।

বিপ্লব নীলফামারীর জলঢাকা উপজেলার আনোয়ার হোসেনের ছেলে। নির্মাণাধীন ওই ভবনে থেকেই দিনমজুরের কাজ করত।

নিহত চাচা মো. মোতালেব জানান, আমরা আত্মীয়-স্বজন মিলে মোট ৪০ জনের মত ওই নির্মাণাধীন ভবনে কাজ করি। আজকের বিপ্লব ১০ তলা নির্মাণাধীন ভবনের পঞ্চম তলায় একটি মেশিন দিয়ে ওপরে মালামাল তোলার সময় পা পিছলে নিচে পড়ে যায়। হাসপাতালে ভর্তির পর সে মারা যায়।

লালবাগ থানা সহকারী উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে জানান, বিস্তারিত জানার জন্য হাসপাতালে অবস্থান করছি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।