ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বলেশ্বরে হাঙর-শাপলাপাতা মাছ জব্দ, আটক ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
বলেশ্বরে হাঙর-শাপলাপাতা মাছ জব্দ, আটক ২

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদে অভিযান চালিয়ে ১৮০টি হাঙর, চারটি শাপলাপাতা মাছসহ দু’জনকে আটক করেছে কোস্টগার্ড।  

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে মাছগুলো জব্দসহ তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার হোগলপাতি গ্রামের সালাম ঘরামীর ছেলে আ. হালিম ঘরামী ও একই এলাকার রতন হাওলাদারের ছেলে আবুল বাশার।  

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বাংলানিউজকে বলেন, বলেশ্বর নদে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত ফিশিং বোট তল্লাশি করে চারটি শাপলাপাতা মাছ, ১৮০টি হাঙর মাছ জব্দ করা হয়। এ সময় বোটসহ ওই দু’জনকে আটকও করা হয়। পরে জব্দকৃত মাছগুলো বন বিভাগে হস্তান্তর করা হয় ও আটকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।