ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রেমিক বর সাজতেই পেটে ছুরিকাঘাত প্রেমিকার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
প্রেমিক বর সাজতেই পেটে ছুরিকাঘাত প্রেমিকার 

নেত্রকোনা: বিয়ের জন্য বর সেজে বউ আনার প্রস্তুতি নিচ্ছিলেন পাপ্পু মিয়া (২২) নামের এক যুবক । এসময় পাপ্পুর বাড়িতে এসে হাজির তার প্রেমিকা মনি আক্তার (২৫)।

 

বরের সাজে প্রেমিক পাপ্পুকে দেখেই নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার্থে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাশঁরী কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পাপ্পু ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।  

পাপ্পু মিয়া বাশঁরী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। প্রেমিকা মনি আক্তার উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামের শাজাহান মিয়ার মেয়ে। এক সন্তানের মা মনি আক্তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুর রহমান।  

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এক সন্তানের জননী মনি আক্তারের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন পাপ্পু। এরইমধ্যে পাশের উপজেলার কেন্দুয়ার চিতুলিয়া গ্রামের এক মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় পাপ্পুর। প্রেমিকের এই বিয়ের খবরে ক্ষেপে যান মনি। বৃহস্পতিবার দুপুরে পাপ্পুর বাড়িতে হাজির হয়ে তাকে বিয়ে করার জন্য বলেন মনি। এতে পাপ্পু ও তার পরিবারের লোকজন অসম্মতি জানালে মনি আক্তার নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।