ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে বজ্রপাতে দুই নারী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
মেহেরপুরে বজ্রপাতে দুই নারী আহত

মেহেরপুর: মেহেরপুরে বছরের শুরুতে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে এক নারীসহ দুই জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যার সময় বজ্রপাতের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামের উত্তরপাড়া এলাকার নাসিরুল ইসলামের মেয়ে মেঘলা খাতুন (১৮) ও মৃত ইসমাইল হোসেনের স্ত্রী মোমেনা খাতুন (৪৫)।

আহত মেঘলা খাতুন বলেন, গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছিল। আমি জানালার পাশেই বসে ছিলাম। হঠাৎ বজ্রপাত ঘটে। এতে বজ্রপাতের রশ্মিতে আমি আহত হই। একই সময়ে মোমেনা খাতুন ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। এসময় বজ্রপাত ঘটলে গুরুতর আহত হন। পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সুমাইয়া আফরোজ বলেন, তারা এখন আশংকামুক্ত। তবে, অবজারভেশনে রাখার জন্য হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।