ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খালপাড়ে পড়েছিল ১৭ মামলার আসামির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
খালপাড়ে পড়েছিল ১৭ মামলার আসামির মরদেহ

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মাসুদ আলম প্রকাশ পোড়া মাসুদ (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১৮ মার্চ) সকালে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের স্বেতী নারায়নপুরের মোল্লা বাড়ির দরজা এলাকার একটি খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত মাসুদ আলম নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের আমিন উদ্দিন বেপারি বাড়ির নুরুল আমিনের ছেলে।  

নিহত ব্যক্তি ১৭ মামলার আসামি ছিলেন বলে নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।  

তিনি বাংলানিউজকে বলেন, উদ্ধার লাশটি নোয়াখালীর চাটখিলের  মাসুদ আলমের। তার নামে মাদক ও চুরিসহ  নানা অপরাধের মোট ১৭টি মামলার তথ্য পেয়েছি। মাসুদ আলম কীভাবে মারা গেছেন, নাকি মেরে ফেলা হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।