ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
নানা আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাংলাদেশ প্রতিদিনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: সকাল থেকেই ঢাকায় আকাশের মন খারাপ ছিল; ছিল ঝিরিঝিরি বৃষ্টি। কিন্তু, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ হাসতে শুরু করে।

আনন্দ, উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। সেখানে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। সেখানে যোগ দিতে আসা নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ, উচ্ছ্বাস ছিল দেখার মতো।

রোববার (১৯ মার্চ) আইসিসিবির নবরাত্রি হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি সায়েম সোবহান আনভীর। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ মোড়ক উন্মোচন করেন তিনি। এরপর একে একে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দেশের রাজনীতিবিদ, অভিনেতা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংশ্লিষ্ট সবাইকে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা। বাংলাদেশ প্রতিদিন দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক। এ পত্রিকা সংবাদপত্র জগতে এক নতুন মাত্রা যোগ করেছে।

চলচ্চিত্র অভিনেতা শাকিব খান বলেন, বাংলাদেশ প্রতিদিনকে অনেক ধন্যবাদ গত ১৪ বছর ধরে সত্যকে তুলে আনার জন্য। এটা বলতে দ্বিধা নেই, বাংলাদেশ প্রতিদিন একটা বিশাল অবস্থানে দাঁড়িয়ে আছে। দেশের মানুষ বাংলাদেশ প্রতিদিনকে ভালোবাসে। এ ভালোবাসা চলতে থাকুক শত-শত বছর ধরে এ কামনা রইল।

এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের প্রধান সম্পাদক বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের নির্বাহী সম্পাদক রাহুল রাহা প্রমুখ।



প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আরও যোগ দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম), জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মশিউর রহমান রাঙ্গা, আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও ডিবি প্রধান হারুনুর রশীদ প্রমুখ।

এছাড়া চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেতা আব্দুন নূর সজল, নাট্য অভিনেতা নাদের খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এমকে/জেডএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।