ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৬ জনের পরিচয় শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৬ জনের পরিচয় শনাক্ত

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯ জনের মধ্যে ১৬ জনের পরিচয় শনাক্ত হয়েছে।  

রোববার (১৯ মার্চ) সকাল ৮টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই মারা যায় ১৪ জন এবং শিবচরের হাসপাতালে নেওয়ার পর মারা যায় তিনজন। এছাড়াও ঢাকা মেডিকেলে মারা গেছেন আরও দুইজন।  

নিহতদের মধ্যে- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হিতোডাঙ্গা গ্রামের সৈয়দ মুরাদ আলীর ছেলে মো. ইসমাইল (৩৮), গোপালগঞ্জের গপিনাথপুর গ্রামের তৌয়ব আলীর ছেলে হেদায়েত মিয়া বাহার (৪২), নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালনা গ্রামের বকু সিকদারের ছেলে ফরহাদ সিকদার (৩০), গোপালগঞ্জ সদরের শান্তি রঞ্জন মণ্ডলের ছেলে অনাদী মন্ডণ্ড (৪২), তিনি পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক পদে কর্মরত ছিলেন। গোপালগঞ্জের বনগাঁও এলাকার সামচুল শেখের ছেলে মোস্তাক আহমেদ (৩০), গোপালগঞ্জ সদরের ছুটকা গ্রামের নশর আলী শেখের ছেলে সবজি শেখ, গোপালগঞ্জ সরদরের পাচুরিয়া গ্রামের মো. মাসুদের মেয়ে সুইটি আক্তার (২২), গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কাঞ্চন শেখের ছেলে মো. কবির শেখ, গোপালগঞ্জ সদরের আবু হেনা মস্তফার মেয়ে আফসানা মিমি (২০), গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার আমজাদ আলী খানের ছেলে মাসুদ খান (৩২), খুলনার সোনাডাঙার শেখ আহমেদ আলী খানের ছেলে শেখ আব্দুল্লাহ আল মামুন (৪২), খুলনার চিত্ত রঞ্জন মণ্ডলের ছে‌লে চিন্ময় প্রসন্ন মণ্ডল, খুলনার ডুমু‌রিয়া উপ‌জেলার প‌রিমল সাধুর ছে‌লে মহা‌দেব কুমার সাধু, খুলনার টু‌টপাড়ার শাজাহান মোল্লার ছে‌লে আশরাফুল আলম লিংকন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর গ্রা‌মের আম‌জেদ আলী সরদা‌রের ছে‌লে রা‌শেদ সরদার, ব্রাহ্মণবা‌ড়িয়া জেলার কসবা উপ‌জেলার অনন্তপুর গ্রা‌মের আলী আকব‌রের ছে‌লে জা‌হিদের লা‌শের পরিচয় নিশ্চিত হওয়া যায়।

নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম। তি‌নি ব‌লেন, এ দুর্ঘটনায় শিবচ‌রে ১৭ জন এবং ঢাকা মে‌ডি‌কে‌লে আরও দুইজনসহ ১৯ জন নিহত হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।