ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ৭০০ গ্রাম হেরোইন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
চুয়াডাঙ্গায় ৭০০ গ্রাম হেরোইন জব্দ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা রেলস্টেশনে ট্রেনের বগি থেকে ৭০০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন।

রোববার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে চাপাইনবাবগঞ্জ থেকে খুলনা অভিমুখী ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস থেকে এ মাদক জব্দ করা হয়।

 

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি সংবাদ বিজ্ঞতিতে জানান, গোপন তথ্যে ভিত্তিতে তিনি জানতে পারেন চাপাইনবাবগঞ্জ থেকে খুলনা অভিমুখী ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেসে ভারতীয় হেরোইন পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে দর্শনা বিওপি কমান্ডার সুবেদার নওশের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে পিলার ৭৭/২-এস হতে আনুমানিক সাড়ে ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে দর্শনা রেল স্টেশনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে বিজিবির টহলদল চাপাইনবাবগঞ্জ থেকে খুলনা অভিমুখী ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেসে বগির ভেতর ক্যারিয়ারের ওপর পলিথিনের একটি ব্যাগ দেখতে পান। টহলদল ওই ব্যাগের মালিকানা না পাওয়ায় ব্যাগটি জব্দ করে। পরে ব্যাগটি খুললে ৭০০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করতে সক্ষম হন। যার আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা।  

তিনি আরও জানান, এ ব্যাপারে সুবেদার নওশের আলী বাদী হয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।