ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় দুর্ঘটনায় নারী কনস্টেবল নিহত, স্বামী-মেয়ে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
মাগুরায় দুর্ঘটনায় নারী কনস্টেবল নিহত, স্বামী-মেয়ে আহত

মাগুরা: মাগুরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও চার বছরের মেয়ে।

 

রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কছুন্দি বাজার এলাকায় মাগুরা-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পুলিশ সদস্য লাবনী ভদ্র (২৬)। তিনি মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের পুলিশ কনস্টেবল প্রসেনজিৎ বিশ্বাসের স্ত্রী ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার অনিল ভদ্রের মেয়ে।  

নিহত লাবনী ভদ্র ও তার স্বামী দুজনই রাজবাড়ী রেল পুলিশে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক প্রসেনজিৎ বিশ্বাস ও তাদের চার বছরের মেয়ে অংকিতা বিশ্বাস আহত হয়েছেন। তাদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

হাইওয়ে পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সাপ্তাহিক ছুটি শেষে মোটরসাইকেলে শালিখা থেকে কর্মস্থল রাজবাড়ীতে যাচ্ছিলেন ওই দম্পতি। পথে মাগুরা সদর উপজেলার কছুন্দি বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা তুহিন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডাক্তার অমর প্রসাদ বলেন, ‘ওই নারী পুলিশ কনস্টেবল হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। তাঁর স্বামী ও মেয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। শিশুটির পা ভেঙে গেছে। আর নিহতের স্বামী আশঙ্কামুক্ত আছেন।  

রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।