ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পল্লবীতে চোরাই ৩ মহিষসহ আটক ৫ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
পল্লবীতে চোরাই ৩ মহিষসহ আটক ৫  আটক ৫ ব্যক্তি

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে পিকআপ যোগে তিনটি মহিষ চুরি করে নিয়ে যাওয়ার সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় তিনটি মহিষ উদ্ধারের পাশাপাশি বহন করা পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন সোহাগ, আনোয়ার, বাবুল, মুক্তার ও রতন।

সোমবার (২০ মার্চ) দুপুরের দিকে পল্লবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে সোমবার ভোরের দিকে মিরপুর পল্লবী ২২তলা গার্মেন্টসের সামনে  তিনটি মহিষ বহনকারী চলন্ত পিকআপ থামানোর পরপরই গাড়ি থেকে পাঁচজনকে আটক করা হয়। তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে সাভার এলাকা থেকে মহিষগুলো চুরি করে পিকআপে করে ঢাকার দিকে নিয়ে আসেন তারা। তবে তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এক পর্যায়ে তারা স্বীকার করেছেন তিনটি মহিষ তারা চুরি করে পিকআপযোগে ঢাকায় বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।