ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শালিখায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
শালিখায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাগুরা: মাগুরা শালিখা উপজেলা গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ মাঠ থেকে এক বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অথদণ্ডপ্রাপ্ত শেখ হাফিজুর রহমান (৩৭) নামে এক আসামিকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।

সোমবার (২০ মার্চ) সকালে গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাফিজুর উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের পুলুম গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বাংলানিউজকে বলেন, হাফিজুরের সাজা হওয়ার পর তিনি বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে হাজরাহাটি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মেজবা উদ্দিনসহ অন্য পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেছেন।

তিনি আরও জানান, হাফিজুর রহমানকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।