ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে মো. আব্দুস ছালাম (২৭) নামে এক অস্ত্র চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব।

রোববার (২০ মার্চ) দিনগত গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড় বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

পরে সোমবার (২০ মার্চ) সকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

আটক আব্দুস ছালাম নীলফামারী জেলার সৈয়দপুর থানার রসুলপুর বিহারীপাড়া গ্রামের মৃত সলেমানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল কানসাট বাসস্টান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুইটি বিদেশি পিস্তুল, তিনটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলিসহ আব্দুস ছালামকে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, আব্দুস ছালাম দীর্ঘদিন ধরে এ এলাকায় অস্ত্র চোরাকারবারীর সঙ্গে জড়িত ছিলেন। তার নামে অস্ত্র আইনে শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।