ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে বাসের ধাক্কায় শিশু নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
গৌরনদীতে বাসের ধাক্কায় শিশু নিহত 

বরিশাল: বরিশালের গৌরনদীতে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির বাসের ধাক্কায় অনিক মিস্ত্রি (৭) নামের এক শিশু নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২০ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাইসখোলা নামক এলাকায়।

নিহত অনিক গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দেওপাড়া গ্রামের রঞ্জিত মিস্ত্রির ছেলে।  

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার জানান, রাস্তা পারাপারের সময় নবীনবরণ নামের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় অনিক। তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।