ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিসিপিএর সভাপতি ও মহাসচিব হিসেবে পুনর্নির্বাচিত সাইদুজ্জামান-মোয়াজ্জেম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
বিসিপিএর সভাপতি ও মহাসচিব হিসেবে পুনর্নির্বাচিত সাইদুজ্জামান-মোয়াজ্জেম

বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের (বিসিপিএ) ৪৩তম বার্ষিক সাধারণসভায় ঘোষণা করা হলো নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃত্ব। গত ১৮ মার্চ রাজধানীর পিএসসি কনভেন্সন হলে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম এ মোমিন মজুমদার।

নির্বাচিতরা হলেন এম. সাইদুজ্জামান (মিমপেক্স এগ্রোকেমিক্যালস্ লিমিটেড) সভাপতি, মো. মনজুরুল হুদা (সুইট এগ্রোভেট লিমিটেড) সহ-সভাপতি, কৃষিবিদ মো. মোয়াজ্জেম হোসেন পলাশ (এসাইন ক্রপ কেয়ার লিমিটেড) মহাসচিব, কৃষিবিদ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বায়ার ক্রপসাইন্স লিমিটেড) যুগ্ম-মহাসচিব, কৃষিবিদ এস এম খালেদ (ইনজিনিয়াস ক্রপ সাইন্স লিমিটেড) সাংগঠনিক সম্পাদক, কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম (কেমিস্ট ক্রপ কেয়ার লিমিটেড) প্রচার সম্পাদক এবং ড. মো. মাহবুবুর রহমান গাজী (এম আর এন্টারপ্রাইজ) ট্রেজারার।

এ ছাড়া আতাউর রহমান খাঁন (এগ্রো উইনার লিমিটেড, এ এইচ এম সদরুল আলম (অঙ্কুর ট্রেডার্স), মো. আব্দুল আলীম (পদ্মা এগ্রো স্প্রেয়ারর্স), রায়হানুল আনাম (পাফ্স এগ্রো ইন্টারন্যাশনাল) এবং কৃষিবিদ মো. সোহেলুর রহমান (ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড) কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কার্য্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ বালাইনাশক শিল্পের মূল লক্ষ্য নিরাপদ শস্য সুরক্ষা সুনিশ্চিতকরনের মাধ্যমে বাংলাদেশের কৃষি উৎপাদন উত্তোরতর বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।