ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে আবাসিক হোটেলে ঝুলছিল যুবকের মরদেহ

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
শেরপুরে আবাসিক হোটেলে ঝুলছিল যুবকের মরদেহ

শেরপুর: শেরপুরে আবাসিক হোটেল থেকে মাসুদ মিয়া (৪২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ মার্চ) রাতে শেরপুর জেলা শহরের শহীদ বুলবুল সড়কের পার্শ্বে ফ্রিডম আবাসিক হোটেল থেকে ঐ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শেরপুর সদর থানা পুলিশ।

মাসুদ মিয়া শেরপুরের শ্রীবরদী উপজেলার বাকসাবাইদ গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ গত ২৫/১/২০২৩ইং তারিখ থেকে শেরপুর শহরের শহীদ বুলবুল সড়কের পার্শ্বে ফ্রিডম আবাসিক হোটেলের ২২ নম্বর কক্ষ ভাড়া নিয়ে সেখানে থাকতো। এদিকে, সোমবার সন্ধ্যায় তার এক আত্মীয় তাকে মোবাইল ফোনে না পেয়ে ওই হোটেলে গিয়ে কর্মচারীদের জিজ্ঞাসা করে।  

পরে তার কক্ষের বাহির থেকে ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে সদর থানায় খবর দেওয়া হলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ওই কক্ষের দরজা ভেঙ্গে দেখতে পান মাসুদের মৃতদেহ ফ্যানের হুকের সঙ্গে ঝুলে আছে।

পরে মাসুদের মরদেহ নামিয়ে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ওসি জানান, মাসুদের মৃত্যু রহস্য উদঘাটন ও কি কারণে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।