ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে অনাস্থা ভোটে হেরে গেলেন চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
পলাশবাড়ীতে অনাস্থা ভোটে হেরে গেলেন চেয়ারম্যান

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহাবুবুর রহমান মণ্ডলের বিরুদ্ধ আনা অনাস্থা
প্রস্তাবের ওপর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন সদস্যরা।

 

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে গোপন ব্যালটের মাধ্যমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  

নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন অনাস্থা প্রস্তাব-অভিযোগ তদন্তে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রদীপ কুমার সরকার।

তিনি জানান, পরিষদের মোট ১২ জন সদস্যের মধ্যে ৯ জন সদস্য প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন। এছাড়া প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট পড়েনি। ফলে অনাস্থার পক্ষে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যানসহ মোট ভোট সংখ্যা ছিল ১৩টি।  

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান জানান, পবনাপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে চলতি বছরের ১০ জানুয়ারি পরিষদের নয় সদস্য অনাস্থা প্রস্তাব আনেন। বিষয়টি আমলে নিয়ে নিয়ম অনুযায়ী দশ কার্যদিবসের মধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তের ধারাবাহিকতায় আজ গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পরবর্তী আদেশের জন্য ভোটের ফলাফলসহ তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।