ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু সংগৃহীত ফাইল ছবি

নড়াইল: নড়াইলে লোহাগড়ায় বজ্রপাতে শেখ মজিবর রহমান (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সোনাদহ গ্রামে পাটের বীজ বপনের সময় এ ঘটনা ঘটে।

নিহত মজিবর ওই উপজেলার সোনাদহ গ্রামের মৃত শেখ আত্তাব হোসেনের ছেলে।

জানা গেছে, বিকেল ৫টার দিকে কৃষক মজিবর পাটের বীজ বপন করতে ওই গ্রামের পিকুল কাজীর বাড়ির পেছনের জমিতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে পাটের বীজ বুনা শেষ করেন তিনি। এরপর মই টানার সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  

জরুরি বিভাগের চিকিৎসক মারিয়াম বানু বলেন, বজ্রপাতের কারণে মজিবরের শরীরের বেশিরভাগ স্থানে পুড়ে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।  

বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।