ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় পুকুরে মিলল নুরা পাগলের লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
ফতুল্লায় পুকুরে মিলল নুরা পাগলের লাশ প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পুকুর থেকে নুর আলম সিদ্দিকি ওরফে নুরা পাগলা (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে ফতুল্লার উত্তর দেলপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নুরা ওই স্থানের ৭২/২ উত্তর চাষাঢ়া এলাকার জনাব আলী বেপারীর ছেলে।

নিহতের ভাতিজা মাসুম রেজা লাশ শনাক্ত করে বলেন, নুরা পাগলা নামেই আমার চাচাকে সবাই চেনেন। তিনি জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। এক সপ্তাহ আগে তিনি বাসা থেকে নিখোঁজ হন। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেছি কিন্তু পাইনি। এখন তার লাশ পেলাম।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন জানান, ধারণা করা হচ্ছে পানিতে পড়ে নুরা পাগলা মারা গেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।