ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ফাইল ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে বাগিচা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (৬০) মৃত্যু হয়েছে।  

বুধবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধাকে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করে পথচারী সোলাইমান।

ঢামেকে নিয়ে আসা পথচারী সোলাইমান বাংলানিউজকে বলেন, ওই বৃদ্ধা একটি প্লাস্টিকের গামলা নিয়ে রেললাইনের ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। তার পরিচয় জানা যায়নি। তবে তাকে দেখে মনে হয়েছে, সে ‘ভিক্ষাবৃত্তি’ করতেন।  

এ ব্যাপারে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।