ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু 

মেহেরপুর: মেহেরপুর শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত আরাফাত রহমান নূরের (১৮) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) দুপুরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

 

পারিবারিক সূত্রের বরাত দিয়ে মেহেরপুর সদর থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় অপর দুই আহত সজিব (২০) ও মতিয়ার রহমান মতু (৩৫) মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।  

বৃহস্পতিবার (২৩ মার্চ) দিনগত রাত ১০টার দিকে মেহেরপুর শহরের নতুন বাস টার্মিনালের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত রহমান নূর মেহেরপুর সদর উপজেলার বারাদী কলাইডাঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

অপর আহত সজীব একই এলাকার রতন আলীর ছেলে এবং মতিয়ার রহমান মতু একই উপজেলার চাঁদবিল গ্রামের জামশেদ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম বলেন, ঘটনার সময় আরাফাত রহমান নূর ও সজীব মেহেরপুর থেকে মোটরসাইকেল যোগে বারাদীর দিকে যাচ্ছিলেন। অপরদিকে মতিয়ার রহমান চাঁদবিল থেকে মেহেরপুরের দিকে আসছিলেন। দুই মোটরসাইকেল আরোহী নতুন বাস টার্মিনাল কাছে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ৩ জন আহত হন।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।  

আহত আরাফাত রহমান নূরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানেই চিকিৎসাধীন আরাফাত রহমান নূরের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।