ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চট্টগ্রাম-৮ আসনে আ. লীগের মনোনয়ন পেলেন নোমান

স্পেশাল করেসপনেডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
চট্টগ্রাম-৮ আসনে  আ. লীগের মনোনয়ন পেলেন নোমান নোমান আল মাহমুদ: ফাইল ফটো

ঢাকা: জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নোমান আল মাহমুদকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে ৷

শনিবার (২৫ মার্চ ) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়৷ পরে আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷

বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা হয়৷ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নোমান আল মাহমুদকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়।

এ আসনের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগ নেতা মোছলেম উদ্দিন আহমদ ৷ গত ৮ ফেব্রুয়ারি তিনি মারা যান ৷ তার মৃত্যুর পর এ আসন শূন্য হয় ৷

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘন্টা, মার্চ ২৫, ২০২৩
এসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।