ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বনানীতে ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
বনানীতে ইয়াবাসহ আটক ১ ইয়াবাসহ আটক কারবারি

ঢাকা: রাজধানীর বনানী থানা এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

আটক মাদক কারবারি হলেন- মো. সুমন হোসেন শাওন (৩৮)।

অভিযানে তার কাছ থেকে ২০৫টি ইয়াবা, ২টি মোবাইল ফোন, ২টি সিম ও ৪২০ টাকা উদ্ধার করা হয়। শাওন মুন্সিগঞ্জ জেলার মোয়াজ্জেম শেখের ছেলে।

রোববার (২৬ মার্চ) সকালে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানাধীন ৫৭ কামাল আতাতুর্কের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার আসামি মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশে বনানী এলাকায় অবস্থান করছিল। আটক মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
এসজেএ/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।