ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

ঢাকা: রাজধানীর তুরাগ এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

আটক আসামি হলেন মো. শাহিনুর রহমান (৪৪)।

অভিযানে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  

রোববার (২৬ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানাধীন ধওড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার ছলেমানের ছেলে।  

র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আটক শাহিনুর ২০১৮ সালের একটি হত্যা মামলার (নম্বর- ১৭১/২০১৮) পলাতক আসামি। এ বছরের ২৪ জানুয়ারি আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।