ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে স্থানীয়রা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
শ্যামনগরের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে স্থানীয়রা  

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার ৯ নম্বর সোরা দৃষ্টিনন্দন এলাকায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

রোববার (২৬ মার্চ) ভোরে ৯ নম্বর সোরা দৃষ্টিনন্দন এলাকায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের ৫০০ ফুট এলাকাজুড়ে ভাঙন দেখা দেয়।  
স্থানীয়রা জানান, ভাঙনকবলিত বেড়িবাঁধ দ্রুততম সময়ে সংস্কার করা না গেলে আবারও প্লাবিত হবে গাবুরার মানুষ। এতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসহ সুপেয় পানির উৎস হিসেবে ব্যবহৃত পুকুরগুলো নষ্ট হয়ে যাবে।

স্থানীয় হাতেম গাজীসহ একাধিক ব্যক্তি জানান, ভোর থেকে নদীর চরে ভাঙন দেখা দেয়। যত সময় যাচ্ছে আস্তে আস্তে ভাঙন ওয়াপদার দিকে চলে আসছে।

গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, স্থানীয়রা ভোরে আমাকে ভাঙনের বিষয়টি জানায়। আমি তাৎক্ষণিক সেখানে গিয়ে দেখি বিশাল ভাঙন সৃষ্টি হয়েছে। যত সময় যাচ্ছে ভাঙনের পরিমাণ বাড়ছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানিয়েছি।

শ্যামনগরে দায়িত্বরত পানি উন্নয়ন বোর্ডের এসডিও জাকির হোসেন জানান, গাবুরার যে জায়গায় ভাঙন দেখা দিয়েছে, আগে থেকেই সেখানে কাজের টেন্ডার দেওয়া হয়েছে। ঠিকাদার নিযুক্ত হলে কাজ শুরু হবে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন বলেন, ভাঙনের খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।