ঢাকা: রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দিরের কাছে একটি সুইপার কলোনিতে লাগা আগুনে প্রায় ৪০-৫০টি কাঁচা বসত ঘর পুড়ে গেছে।
সোমবার (২৭ মার্চ) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাত ৩টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে সকাল পৌনে ৭টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফেলে।
তিনি আরও বলেন, প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সুইপার কলোনির একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় হোমিওপ্যাথিক গোডাউন ছিল। সেখানেও আগুন লাগে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এজেডএস/এমএইচএস