ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানবপাচার মানবাধিকারের চরম লঙ্ঘন: কমিশন চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
মানবপাচার মানবাধিকারের চরম লঙ্ঘন: কমিশন চেয়ারম্যান কর্মশালায় অতিথিরা

ঢাকা: অনিরাপদ অভিবাসন মানবপাচারের অন্যতম কারণ উল্লেখ করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, মানবপাচার মানবাধিকারের চরম লঙ্ঘন।

সোমবার (২৭ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মাদক ও অপরাধবিষয়ক জাতিসংঘের অফিস (ইউএনওডিসি) এবং আইওএমের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে মানবপাচার এবং অভিবাসী চোরাচালানবিষয়ক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, দাসত্ব যৌন নিপীড়ন ও অঙ্গ প্রতিস্থাপন ইত্যাদির উদ্দেশ্যে নারী, শিশুসহ অরক্ষিত জনগোষ্ঠীকে পাচার করা হয়। ১২ লাখ শিশু প্রতি বছর পাচারের শিকার হয়। অনিরাপদ অভিবাসন মানবপাচারের অন্যতম কারণ। কাজেই এ বিষয়ে শিক্ষার্থীদের জন্য কোর্স থাকা বাঞ্ছনীয়। এজন্য শিক্ষকদের আগে প্রশিক্ষিত করতে হবে। আর এই প্রশিক্ষণের উদ্দেশ্যেই আজকের এই আয়োজন।  

কর্মশালার মাধ্যমে শিক্ষকরা মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিষয়ে নিজেদের জ্ঞানসমৃদ্ধ করতে পারবেন এবং শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান।

কর্মশালার শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শিক্ষকদের জন্য তৈরি করা গাইডের মোড়ক উন্মোচন করেন।  

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
ইএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।