ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে মিলল শাহীনের ঝুলন্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
সিলেটে মিলল শাহীনের ঝুলন্ত মরদেহ

সিলেট: নগরের ভাতালিয়া থেকে শাহীন আহম্মদ (৩৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় ভাতালিয়ার ৫০ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে লামাবাজার ফাঁড়ির পুলিশ।

নিহত শাহীন আহম্মদ ওই বাসার মৃত হিরণ মিয়ার ছেলে।

এ সময় জামার পকেটে একটি চিরকুট পেয়েছে পুলিশ। এতে লেখা ছিল- ‘স্বেচ্ছায় আত্মহত্যা করেছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ’

সিলেট মহানগর পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ইফতারের কিছুক্ষণ আগে পরিবারের লোকজন শাহিনের নিথর দেহ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তারপরও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও চিরকুটটি নিহত শাহীনের লেখা কিনা খতিয়ে দেখা হচ্ছে।

এরআগে, একইদিন সকাল ১০টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে রোজিনা আক্তার রিমা নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এনইউ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।