ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইফতার করা হলো না মেহেদী হাসানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
ইফতার করা হলো না মেহেদী হাসানের

সাভার, (ঢাকা): সাভারে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) ইফতারের কয়েক মিনিট আগে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরে এন আর ফিলিং স্টলের ইউটার্নের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান যশোরের অভয়নগর থানার প্রেমবাগ এলাকার আতর আলীর ছেলে। তিনি মিরপুর এলাকায় বৈশাখী সুপার মার্কেটে বিটেক্স এক্সেসরিজ দোকানে কর্মচারীর হিসেবে কাজ করতেন। বলিয়ারপুরে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেতন তিনি।  

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাংলানিউজকে বলেন, অফিস শেষে মিরপুর থেকে মোটরসাইকেলে করে সাভারের আসছিলেন মেহেদী। এ সময় পেছন থেকে একটি পরিবহনের ধাক্কায় সড়কে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করার প্রক্রিয়া চলছে৷ এছাড়া পরিবহনটিকেও চিহ্নিত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এসএফ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।