ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ডাব চুরি করতে উঠে গাছেই অজ্ঞান কিশোর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
ডাব চুরি করতে উঠে গাছেই অজ্ঞান কিশোর

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী পৌরসদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের একটি গাছ থেকে ডাব চুরি করতে গিয়ে সেখানেই অজ্ঞান হয়ে আটকে পড়ে এক কিশোর। পরে ৯৯৯ নম্বরে স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন।

মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে। ওই কিশোরের বয়স ১৫ বছর।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে ডাব পাড়ার উদ্দেশে ওই কিশোর ডাব গাছে ওঠে। পরে কোনো কারণে ওই কিশোর অজ্ঞান হয়ে যায়। নারিকেল গাছটি বেশ বড় হওয়ায় তাকে উদ্ধার করতে না পেরে ৯৯৯ নাম্বারে ফোন করেন স্থানীয়রা। পরে মধুখালী থানা পুলিশ, মধুখালী ফায়ার সার্ভিস ও ফরিদপুর জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে।

মধুখালী ফায়ার সার্ভিসের ফায়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, রাত ১০টার দিকে ৯৯৯ নম্বরের মাধ্যমে ফোন পেয়ে রাত দেড়টার দিকে ওই কিশোরকে উদ্ধার করা হয়। ডাব গাছটি বেশ বড় ছিল এবং আমাদের ফায়ার সার্ভিস অফিসে যাবতীয় সরঞ্জাম না থাকায় ফরিদপুর জেলা ফায়ার সার্ভিস একটি ইউনিটের সাহায্য নেওয়া হয়।

মধুখালী পৌরসভার প্যানেল মেয়র আনিসুর রহমান লিটন বলেন, ডাব পাড়ার উদ্দেশে ওই কিশোর গাছে উঠে আর নামতে পারছিল না। পরে সে গাছেই অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রাত দেড়টার দিকে তাকে উদ্ধার করে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, যতটুকু জানতে পেরেছি, ওই ছেলেটি ডাব, সুপারিসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করতো। সে ডাব চুরির উদ্দেশে গাছে উঠার পর গাছটি অনেক বড় হওয়ায় আর নামতে পারেনি। পরে ভয়ে গাছের উপরই অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।