ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বিপুল পরিমাণ ওষুধ ও বন্যপ্রাণীর চামড়া জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
খাগড়াছড়িতে বিপুল পরিমাণ ওষুধ ও বন্যপ্রাণীর চামড়া জব্দ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধ পথে আসা প্রায় ৩৮ লাখ টাকা মূল্যের ওষুধ ও বন্যপ্রাণীর চামড়া জব্দ করেছে সেনাবাহিনী।

বুধবার (২৯ মার্চ) গভীর রাতে উপজেলার বজেন্দ্র কারবারিপাড়া থেকে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়।

 

এ সময় কলিসা ত্রিপুরা নামে একজনকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।  

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর দুটি টিম বজেন্দ্র কারবারি পাড়ার কলিসা ত্রিপুরার বাড়িতে অভিযান চালায়। এ সময় অবৈধ পথে আসা যৌন উত্তেজক ট্যাবলেট, ওষুধ ও এক বস্তা অজ্ঞাত প্রাণীর চামড়াসহ প্রায় ৩৮ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করা হয়।  

রাতেই এসব মালামালসহ আটক কলিসা ত্রিপুরাকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এডি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।