ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাকুন্দিয়ায় বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
পাকুন্দিয়ায় বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে মেহেদী হাসান সিয়াম (২২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) সকালে উপজেলার চরকাওনা নতুন বাজার থেকে জাঙ্গালিয়া বাজারের মধ্যে রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার চরকাওনা নতুন বাজারে ব্যবসা করতেন মেহেদী। বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনগত রাতে ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন সিয়াম। তখন বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে শুক্রবার সকালে রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মরদেহে বজ্রপাতে মারা যাওয়ার আলামত পাওয়া গেছে বলেও জানান স্থানীয় জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বুলবুল আহমেদ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে। সিয়ামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।