ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যৌথভাবে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও স্টার্টআপ বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
যৌথভাবে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও স্টার্টআপ বাংলাদেশ

ঢাকা: দেশের শিক্ষিত যুবকদের সৃজনশীল ও উদ্ভাবনী স্টার্টআপ বা নতুন উদ্যোগে যৌথভাবে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও স্টার্টআপ বাংলাদেশ। এ লক্ষ্যে সরকারি এ দুটি সংস্থার মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) আইসিটি বিভাগে এ সমঝোতা স্মারক সই হয়। এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং স্টার্টআপ বাংলাদেশের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ সমঝোতা স্মারক সই করেন।  

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন।  

অনুষ্ঠানে জানানো হয়, দেশের শিক্ষিত যুব সমাজ বিশেষতঃ প্রযুক্তি ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনীমূলক কাজে আগ্রহী করে তোলা, এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য দেওয়া, সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, নীতি সহায়তা ও প্রযোজ্য ক্ষেত্রে যৌথ অর্থায়নের ব্যবস্থা করবে এসএমই ফাউন্ডেশন ও স্টার্টআপ বাংলাদেশ।
 
দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন বিদ্যমান এসএমই উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানো, বাজার সংযোগ, প্রযুক্তি সহায়তা ও অর্থায়নের সুযোগ সৃষ্টিসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। নতুন উদ্যোক্তা সৃষ্টিও ফাউন্ডেশনের অন্যতম কাজ।

এছাড়া বর্তমান প্রেক্ষাপটে ‘স্টার্টআপ’ নতুন উদ্যোক্তা সৃষ্টির একটি অন্যতম মাধ্যম। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তরুণ সমাজ বিশেষতঃ শিক্ষিত যুব সমাজ ব্যাপক হারে নতুন উদ্যোগ ও স্টার্টআপের দিকে ঝুঁকছে। চাকরির পেছনে সময় নষ্ট না করে তরুণ-তরুণীরা তাদের সৃজনশীল, উদ্ভাবনীমূলক ও প্রযুক্তি সহায়ক উদ্যোগকে সার্থক করে তুলতে যৌথভাবে কাজ করতে পারে এসএমই ফাউন্ডেশন ও স্টার্টআপ বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।