ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় তিন ব্যক্তিকে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
তেঁতুলিয়ায় তিন ব্যক্তিকে কারাদণ্ড

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হাইওয়ে সড়কের সেতু সংলগ্ন স্থানে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলণ করায় তিন ব্যক্তিকে তিনদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্র্যামমাণ আদালত।  

বুধবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলার ডাহুক সেতু সংলগ্ন এলাকায় এ জরিমানা করা হয়।

নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতেন বিচারক ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুক গুচ্ছগ্রামের মাহবুর রহমানের ছেলে মশিউর (২৭), শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ গ্রামের আ. জব্বারের ছেলে মেহেদি হাসান (২০) ও মাঝিপাড়া গ্রামের কুদ্দুসের ছেলে সফিকুল (৩৫)।  

ইউএনও সোহাগ চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, ডাহুক নদী থেকে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলণ করোনাকালীন সময়ে ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। তাৎক্ষণিক বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের তিনদিন করে কারাদণ্ড দেওয়া হয়।  

এদিকে ঘটনাস্থল থেকে জব্দকৃত ২০ সিএফটি পাথর প্রকাশ্য নিলামে বিক্রয় পূর্বক সেই অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।