ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে টিসিবি পণ্য পাচার চেষ্টার ঘটনায় তদন্ত শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
সিরাজগঞ্জে টিসিবি পণ্য পাচার চেষ্টার ঘটনায় তদন্ত শুরু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে রাতের আঁধারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য পাচারের সময় পিকআপভ্যানসহ জনতার হাতে আটকের ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি।

বুধবার (৫ এপ্রিল) জেলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাকিবুল হাসানের নেতৃত্বে তদন্ত কমিটি ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

 

তদন্ত কমিটি প্রত্যক্ষদর্শীদের লিখিত ও মৌখিক সাক্ষ্যগ্রহণ করেন। এ সময় তদন্ত কমিটির অপর দুই সদস্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা উপস্থিত ছিলেন।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় তদন্ত কমিটির প্রধান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাকিবুল হাসান জানান, টিসিবির পণ্য পাচার চেষ্টার ঘটনায় আমরা ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেছি। আরও তদন্ত চলছে। আশা করছি এই সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা তৈরি করে জমা দিতে পারব।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ জেলা সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে রাতের আঁধারে পাচারের সময় পিকআপভ্যানসহ ৬৩ জন কার্ডধারীর টিসিবির পণ্য আটক করে স্থানীয় জনতা। সে সময় ডিলার মেসার্স জাকিরুল ইসলামের ম্যানেজারকেও আটক করে এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে আটক টিসিবির পণ্য স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দিলেও ডিলারের ম্যানেজারকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয় নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরদিন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয়।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।