ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চায়ের কাপে হামলা, এসআই আহত হয়ে হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
চায়ের কাপে হামলা, এসআই আহত হয়ে হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়া: জেলার রেলওয়ে স্টেশন বৌ-বাজারে চায়ের কাপ দিয়ে এক আসামির করা হামলায় আহত হয়েছেন সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার (৫ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ইয়াছিন নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হন এসআই সাইফুল।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকায় ডাকাতি প্রস্তুতি মামলার আসামি ইয়াছিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বুধবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তিনি স্টেশনের পাশে একটি চায়ের দোকানে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালায় পুলিশ।

তাকে গ্রেপ্তার করতে যান সদর থানার এসআই সাইফুল। এ সময় ইয়াছিন তার হাতে থাকা কাপ দিয়ে এ পুলিশ সদস্যের মাথায় আঘাত করে পালিয়ে যান।

ঘটনার পর রক্তাক্ত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আসামি ইয়াসিনকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছেন বলেও জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।