ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রপ্তানিমুখী শিল্পের জন্য তহবিল পরিচালনা বোর্ড পুনর্গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
রপ্তানিমুখী শিল্পের জন্য তহবিল পরিচালনা বোর্ড পুনর্গঠন

ঢাকা: শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প খাতের জন্য কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার।

১৬ সদস্যের এই বোর্ডের চেয়ারম্যান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।



সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন এবং বাংলাদেশ শ্রম বিধিমালার প্রদত্ত ক্ষমতাবলে সরকার শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পখাতের জন্য কেন্দ্রীয় তহবিল পরিচালনা পুনর্গঠন করল।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ১৬ সদস্যের এ বোর্ডের চেয়ারম্যান। বোর্ডে ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন চারজন।  

তারা হলেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি এবং জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান। এছাড়া কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালককে এই পরিচালনা বোর্ডের সদস্য সচিব করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।