ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিড়ালের বাচ্চা ফেলে দেওয়ায় যুবকের আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
বিড়ালের বাচ্চা ফেলে দেওয়ায় যুবকের আত্মহত্যা

ঢাকা: রাজধানীর ওয়ারী এলাকার নারিন্দায় বিড়ালের বাচ্চা ফেলে দেওয়ায় আকাশ (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

নিহত আকাশ নারিন্দার দক্ষিণ মৈশুন্ডীর এলাকার বাসিন্দা।

তিনি ধোলাইখালের একটি দোকানে পার্টটাইম কাজ করতেন। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই মো. দিল।

দিল বলেন, গলায় ফাঁস দেওয়ার ঘটনার পর বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় আকাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আকাশ বাসায় কয়েকটি বিড়াল পালতেন। বিড়ালের বাচ্চার উৎপাতে মা সেগুলোকে বাড়ির বাইরে ফেলে দেন। এতে মায়ের ওপর অভিমান করে আকাশ। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বাসার সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেয় সে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, আকাশের বাসায় অনেক বিড়াল ছিল। সেগুলো বাসার আসবাবসহ সব কিছুই নোংরা করে ফেলত। এ নিয়ে আকাশের মায়ের বিরক্তি ছিল। দুয়েকদিন আগে তিনি কয়েকটি বিড়ালের বাচ্চা বাইরে ফেলে রেখে আসেন। এ নিয়ে আকাশ তার সঙ্গে রাগারাগি করেন। গত রাতেও বিষয়টি নিয়ে দুজনের মধ্যে রাগারাগি হয়। এক পর্যায়ে বাসার মূল দরজা বাইরে থেকে আটকে তিনি সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেন।

পরিবারের আবেদনে বিনা ময়নাতদন্তে আকাশের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।